top of page

চোর ধরতে পারলেই ৫০ হাজার টাকার পুরস্কার।


এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানায় মাদারীপুর এলাকায়। থানা সূত্রে জানা গেছে চিরঞ্জিত বিশ্বাস নামে এক ব্যক্তি প্রায় ২ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে, তিনি ব্যবসা করতেন গাড়ি কেনাবেচার ২মাস হয়েছে ছেলেটি নিখোঁজ পরিবারের সাথে।


তিনি এই ব্যবসা প্রায় দু বছর ধরে করছেন। চোপড়া ইসলামপুর সহ বেশ এলাকার কিছু মানুষজনের কাছেই তিনি গাড়ি কেনাবেচা করতেন। চিরঞ্জিত পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি দিতেন। কিছুদিনের পরেই সেই গাড়ি ভাড়া নাম করে তাদের কাছ থেকে গাড়ি নিয়ে নিতেন চিরঞ্জিত। চিরঞ্জিত ঠিক এইভাবেই প্রায় ১৫ থেকে ২০ জনের মানুষের থেকে গাড়ি নতুন দেবে বলে লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে ইসলামপুর বাসিন্দা, চিরঞ্জিত।


চিরঞ্জিতের নিখোঁজ হবার পর যে ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়েছে সেই ব্যক্তিরা হানা দিয়েছিল চিরঞ্জিতের বাড়িতে। তবে তারা চিরঞ্জিতের বা তার পরিবারের কোনো খোঁজ পায়নি। তৎক্ষণাই সেই ব্যক্তিরা ইসলামপুর থানায় এবং এসপি-র কাছে ডায়েরি করেন।


ব্যক্তিদের দাবি তারা লোন নিয়ে গাড়ি কিনেছেন ব্যাংক থেকে তাদের চাপ দেয়া হচ্ছে এবং তাদের সুদের ভার আরো বেড়ে চলেছে।


এবার চিরঞ্জিত বিশ্বাসের নামে ব্যক্তিকে খুঁজে বের বের করলেই ৫০হাজার টাকার পুরস্কার দেওয়া হবে।

Kommentare


bottom of page