top of page

গুজরাতের বিস্তীর্ণ এলাকা জলের নীচে, উদ্ধার কাজ শুরু করেছে গুজরাত প্রশাসন

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

গুজরাটে প্রবল বৃষ্টিপাতের পরে সোমবার থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ। গুজরাত প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।


গত কয়েকদিন ধরে তুমুল বর্ষণের ফলে বাঁধ ভেঙে যেভাবে নদীগুলির জল উপচে শহরে ঢুকছে তা দেখে স্থানীয়রা আতঙ্কিত।


নর্মাদা বাঁধ থেকে জল ছাড়াই আশেপাশের বহু এলাকা জলে ডুবেছে। সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখা হয় সোমবার থেকে। বেশ কয়েকদিন ধরে অতিমাত্রায় বৃষ্টি হওয়ায় গুজরাত এবং মধ্য প্রদেশে মুম্বাই-দিল্লি সেক্টরে অনেকগুলো দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।


পশ্চিম রেলওয়ের সিপিআর ও সুমিত ঠাকুর ১৮ সেপ্টেম্বর বলেছেন, " জলের লেভেল ক্রমাগত বাড়ার কারণে ভারুচ অঞ্চলের সেতু ক্ষতিগ্রস্ত হয়। এর কারণে স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছি। আজ মঙ্গলবার জলের স্তর কমায় আবার ট্রেন গুলো চালু করা হয়েছে।"

Comentarios


bottom of page