রিলায়েন্স জিও-র এবং এনভিডিয়া স্ট্রাইক-এর মধ্যে একটি অ্যাপ ও এআই 'বহুভাষী মডেল' তৈরির চুক্তি হলো। এর ফলে ভারতের বর্তমান দ্রুততম সুপার কম্পিউটারের কম্পিউটেশনাল শক্তিকে ছাড়িয়ে যাওয়া এআই-এর নির্মাণের পথ আরও মসৃন হবে।
এআই-এর ভিত্তিতে তৈরি এই মডেল প্রস্তুত করতে সেট করা হয়েছে ভারতের বর্তমান দ্রুততম সুপার কম্পিউটারের গণনা।
ভারতের কৃত্তিম বুদ্ধিমত্তা এআই-এর ক্ষমতা বাড়ানোর চাহিদার কারণে এই অ্যাপটি এতই উন্নত হবে যে নানান ভাষায় ব্যবহার করা যাবে। জনসংখ্যার ভাষাগত দিকটিতে সামঞ্জস্য রাখবার জন্যে এই অ্যাপটি এআই এপ্লিকেশন-এর জন্য তৈরি করা হয়েছে।
জিও কর্তা মুকেশ আম্বানি বলেন, “একসঙ্গে আমরা একটি উন্নত এআই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবো যা সুরক্ষিত এবং টেকসই। ভারতে বিভিন্ন ভাষায় আদান-প্রদানের অনন্য সুযোগগুলির ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক হবে।”
তিনি আরো বলেন, “এই অত্যাধুনিক প্ল্যাটফর্মটি স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা থেকে শুরু করে এন্টারপ্রাইজ সমাধান পর্যন্ত সেক্টর জুড়ে এআই-চালিত উদ্ভাবনকে দ্রুততর করতে পারবে। আমাদের দৃষ্টিভঙ্গি হলো, সারা দেশে গবেষক, স্টার্ট-আপ এবং উদ্যোগগুলির কাছে এআই অ্যাক্সেসিবল করে তোলা, যার ফলে এআই পাওয়ার হাউস হওয়ার দিকে ভারতের যাত্রাকে দ্রুততর করা।"
এই বানিজ্যিক চুক্তিটি কার্যকর হলে ভারতের মানুষের ভাষাগত যোগাযোগ আরও দৃঢ় হবে বলে আশা করা যায়।
Comments