কৌশিকী অমাবস্যায় মদ বিক্রিতে রেকর্ড করল তারাপীঠ। একরাতেই বিক্রি প্রায় 5 কোটি টাকার মদ।
তন্ত্রপীঠ হিসাবেই বিখ্যাত তারাপীঠ। সিদ্ধিলাভের আশায় কৌশিকী অমাবস্যায় ভিড় করেন ভিনরাজ্যের সাধকরাও। তারাপীঠে পুজোতেও লাগে কারণসুধা।
বেআইনিভাবে মদ বিক্রি রুখতে এবার কড়া নজরদারি চালিয়েছে প্রশাসন। তারপরও রাতভর চলেছে মদ বিক্রি। কুপুন কেটে ক্রেতাদের কিনতে হলো মদ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে মদ কিনতে হলো ক্রেতাদের।। মা তারার পুজোয় লক্ষ্মীলাভ হল বিক্রেতাদের।
অতীতে তারাপীঠে ২০১৬ সালে কৌশিকী অমাবস্যায়, প্রায় তিন কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। ২০১৮-তে দু’রাত অমাবস্যা থাকায় বিক্রি হয় ৫ কোটি টাকার মদ। আর এবছর এক রাতেই প্রায় পাঁচ কোটি টাকার ও বেশি মদ বিক্রি হল। এর মধ্যে চারটি দোকান থেকেই প্রায় দেড় কোটি টাকার মদ বিক্রি হয়েছে। সরকার অনুমোদিত ১৮টি দোকান আছে তারাপীঠ এলাকায়।
কেউ ভক্তিরসে ভেসে, কেউ সোমরসে ডুবে। বেহুঁশ হয়ে অনেকে রাস্তায় পরে আছেন। কেউ আবার রাস্তায় দাড়িয়ে মদ খাচ্ছেন কেউ বসে।কারও পুজোর থালায়, কারও বা গলায়। তারাপীঠের কৌশিকী অমাবস্যায় ভক্তদের মধ্যে জয়জয়কার কারণসুধার। এ বার ও কৌশিকী অমাবস্যায় তারাপীঠে রেকর্ড গড়ল মদ বিক্রি।
সুরার টানে তারাপীঠে ভিড় করেন ভিনরাজ্যের বাসিন্দারাও। তবে এই উল্লাসে আপত্তি রয়েছে মহিলাভক্তদের। মহিলা ভক্তদের দাবি একটু নিয়ম শৃঙ্খলা মেনে সব কিছু করা উচিত। প্রশাসনের দেখা উচিত তাদের দাবি।
Comments