কাশ্মীরে রেকর্ড গরম। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দশ দিন কাশ্মীরের হাওয়া বাতাস থাকবে শুস্ক আর তাপমাত্রা থাকবে চড়ার দিকে। মঙ্গলবার শ্রীনগরের তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রী বেশী ।
১৯৩৪ এর পর এই প্রথম সেপ্টেম্বর মাসে এত গরম পড়েছে কাশ্মীরে। ১ সেপ্টেম্বর ১৯৭০ সালে তাপমাত্রা পারদ ছিল ৩৩.৮ডিগ্রী।
সেই রেকর্ডেরই ভেঙে দিল কাশ্মীরের মঙ্গলবারের তাপমাত্রা। রাজ্যজুড়ে তাপপ্রববাহের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর ।
কাশ্মীরে সেপ্টেম্বরে সর্বোচ্চ গরম পড়েছিল ১৯৩৪ সালে। ১৮ সেপ্টেম্বর ১৯৩৪ সালে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রীতে । সেটাই আজঅবধি কাশ্মীরের রেকর্ড তাপপ্রবাহের নজির।
তারপর ২০২৩ । মঙ্গলবার ১২ সেপ্টেম্বর । ১৯৩৪ এর পর সর্বোচ্চ তাপমাত্রা স্বর্গরাজ্যে।
অনেকেই বলছে কাশ্মীর গরম। কাশ্মীরের হাওয়া এবার আক্ষরিক অর্থেই গরম
Kommentare