top of page

কাশ্মীরে হিট ওয়েভ, প্রবল গরম, রেকর্ড ভাঙছে তাপমাত্রার পারদ


কাশ্মীরে রেকর্ড গরম। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দশ দিন কাশ্মীরের হাওয়া বাতাস থাকবে শুস্ক আর তাপমাত্রা থাকবে চড়ার দিকে। মঙ্গলবার শ্রীনগরের তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রী বেশী ।


১৯৩৪ এর পর এই প্রথম সেপ্টেম্বর মাসে এত গরম পড়েছে কাশ্মীরে। ১ সেপ্টেম্বর ১৯৭০ সালে তাপমাত্রা পারদ ছিল ৩৩.৮ডিগ্রী।


সেই রেকর্ডেরই ভেঙে দিল কাশ্মীরের মঙ্গলবারের তাপমাত্রা। রাজ্যজুড়ে তাপপ্রববাহের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর ।


কাশ্মীরে সেপ্টেম্বরে সর্বোচ্চ গরম পড়েছিল ১৯৩৪ সালে। ১৮ সেপ্টেম্বর ১৯৩৪ সালে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রীতে । সেটাই আজঅবধি কাশ্মীরের রেকর্ড তাপপ্রবাহের নজির।


তারপর ২০২৩ । মঙ্গলবার ১২ সেপ্টেম্বর । ১৯৩৪ এর পর সর্বোচ্চ তাপমাত্রা স্বর্গরাজ্যে।


অনেকেই বলছে কাশ্মীর গরম। কাশ্মীরের হাওয়া এবার আক্ষরিক অর্থেই গরম

Kommentare


bottom of page