ইডির দাবি, কেন্দ্রের অধীনস্থ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অন্যান্য মিলের মতো বাকিবুরের মিলেও গম পাঠাত। বিভিন্ন ডিস্ট্রিবিউটার সেখান থেকে আটা নিতেন। তারপর তা রেশন দোকানে পাঠানো হত। ডিস্ট্রিবিউটাররা যে বরাত দিতেন, তার ২০ থেকে ৪০ শতাংশ কম আটা মিল থেকে দেওয়া হত। বাকি আটা খোলা বাজারে চড়া দামে বিক্রি করা হত।
শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে রেশন বণ্টন দুর্নীতিকাণ্ড। কেন্দ্রীয় এজেন্সির জালে রাজ্যের দুই মন্ত্রী ও দুই বিধায়ক। নিয়োগ দুর্নীতিতকাণ্ডে গত বছরের ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে শুক্রবার ইডির হাতে গ্রেফতার হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিয়োগ দুর্নীতিতে গত ১৭ এপ্রিল সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের ১১ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি।
সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় বাকিবুরকে গ্রেফতার করে ইডি। তাকে জিজ্ঞাসাবাদ করেই বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে। এরপরই তার বাড়িতে তল্লাশি চালায় ইডি । কিন্তু ওই মামলায় মন্ত্রীর বাড়ি থেকে একাধিক নথি পাওয়া যায়। পরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে সল্টলেকের বাড়ি থেকে কাছেই সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে নিয়ে আসা হয়। মন্ত্রীর পাশাপাশি তার ব্যক্তিগত সচিব অমিত দে- এর বাড়িতেও তল্লাশি চালানো হয়।
Comments