কলকাতার হরিদেবপুরে দৃষ্টিহীন পড়ুয়াদের হোমে, ছাত্রীদের উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়া রয়েছে আরও অভিযোগ। হোমের মালিক, একজন মহিলা এবং রান্নার কর্মী গ্রেপ্তার করেছে পুলিশ।
দৃষ্টিহীন ছাত্রীদের বিশেষ দেখভাল করা তো দূরের কথা, তাদের উপর নির্যাতন করার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে দুজন ছাত্রীকে ধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
ওই এলাকাবাসীরা জানিয়েছেন, ওই দৃষ্টিহীন শিশুদের অবহেলা করে রাখতো। কিছুদিন আগে একজন পড়ুয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়, আবার একজন ছাদ থেকে পরে আহত হয়। এছাড়া, এই বাড়িটা নানান অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হতো।
লালবাজার থানায় রাজ্যের শিশু সুরক্ষা কমিশন থেকে এই অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত করে, সেই হোমের মালিক জীবেশ দত্ত এবং রান্নার লোক বাবলু কুণ্ডুকে গ্রেফতার করে। আর হোমে মজুত হওয়া পড়ুয়াদের উদ্ধার করে, সরিয়ে নিয়ে যাওয়া হয়ে।
দৃষ্টিহীন শিশুদের সুরক্ষা কোথায় ছিল ? তারা বিশেষ শিশু তাদেরকে যত্নে রাখার জায়গায় এরকম দুরবস্থা তা মেনে নেওয়া যায় না।
একটি হোমে এত লোকজনের যাতায়াত থাকবে কেন ?
Comments