top of page

সংজ্ঞাহীন অবস্থায় বিবস্ত্র মহিলা উদ্ধারের পরে চাঞ্চল্য কৃষ্ণনগরে

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

রবিবার সকালে কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন গোডাউনের কাছে লরির নিচে এক মহিলাকে বিবস্ত্র ও সংজ্ঞাহীন অবস্থায় পরে থাকতে দেখেন স্থানীয় লোকজন।


খবর পেয়ে জিআরপি কর্মীরা তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। উদ্ধারের সময় তার হাত পা খোলা থাকলেও তা বাঁধা হয়েছিল বলে অনুমান স্থানীয়দের।


হাসপাতাল সূত্রে জানা যায় ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং তার যৌনাঙ্গ দিয়েও রক্ত ক্ষরণ হচ্ছে। যদিও ওই মহিলার পরিচয় এখনো অজানা । ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ।

Comments


bottom of page