top of page
Wrishita Mukherjee, WTN

লিখিত অভিযোগ দায়েরের আগেই ব্যবসায়ীকে ছিনতাইয়ের টাকা ফিরিয়ে দিল রানাঘাট থানার পুলিশ


শনিবার বিকেলে রানাঘাট রেলবাজারের এক সুপারি ব্যবসায়ীর প্রায় দেড় লাখ টাকা ছিনতাই করেছিল দুষ্কৃতীরা। ঘটনার পর বাজার এলাকার ব্যবসায়ীরা রানাঘাট থানায় ফোন করলে রানাঘাট পুলিশ তৎপর হয়। ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়েরের আগেই রানাঘাট থানার পুলিশ অপকর্মের খোঁজ শুরু করলেন প্রশাসন।


এরপর শনিবার রাতে রানাঘাট রোড এলাকায় এক যুবককে সন্দেহ হয়। রানাঘাট পুলিশ তাকে থামতে বললে তবে,যুবক তার টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে রানাঘাট পুলিশ যথাযথ প্রমাণের পর ওই ব্যবসায়ীকে টাকা ফেরত দেয়।


নদিয়ার রানাঘাট থানার পুলিশ ডাকাতির কয়েক ঘণ্টার মধ্যে চুরি হওয়া টাকা উদ্ধার করেছে। হারানো টাকা ফেরত পেয়ে পুলিশের এ ভূমিকায় খুশি ব্যবসায়ীরা। পলাতক অপরাধীর খোঁজে তল্লাশি শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

Comments


bottom of page