top of page

‘প্রাণপ্রতিষ্ঠা’ হল রামলালা মূর্তির, সাষ্টাঙ্গে প্রণাম সারলেন ‘প্রধান যজমান’ প্রধানমন্ত্রী


অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। কড়া নিরাপত্তায় মুড়েছে নগর। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ এবং কমান্ডোবাহিনীর জওয়ানে ছয়লাপ গোটা অযোধ্যা। প্রতিটি উঁচু বাড়ির মাথায় বিশেষ রাইফেল নিয়ে প্রহরারত স্নাইপার। আকাশে নিরন্তর উড়ছে অত্যাধুনিক নজরদারি ড্রোন। নিরাপত্তার মোটা চাদরে মুড়ে ফেলা হয়েছে ‘রামজন্মভূমি’কে।



চোখ খুলল রামলালার


রামমন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহের চোখের বাঁধন খুলে দেওয়া হয়েছে। রয়েছেন নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল এবং আরএসএস প্রধান মোহন ভাগবত। হাতে পদ্মফুল নিয়ে পুজো করছেন প্রধানমন্ত্রী।



রামলালাকে সাষ্টাঙ্গে প্রণাম মোদীর

রামলালার বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন নরেন্দ্র মোদী। পুজো শেষে তিনি জনসভার জন্য বেরিয়ে যাবেন।


রামমন্দির থেকে বেরোলেন প্রধানমন্ত্রী

‘প্রাণপ্রতিষ্ঠা’ শেষে অযোধ্যার রামমন্দির থেকে বেরিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত জোড় করে মন্দির চত্বরে উপস্থিত অতিথিদের স্বাগত জানান তিনি। সেখানেই শুরু হবে জনসভা।



Comments


bottom of page