সোমবার সনাতন ধর্ম সম্পর্কে তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর পুত্র উদয়নিধি স্টালিনের মন্তব্যের সূত্র ধরে বিরোধী জোটকে এক হাত নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের নিশানায় কংগ্রেস। তাঁর প্রশ্ন, কেন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং অশোক গেহলট এই বিষয়ে নীরব।
রাজস্থানে বিজেপির 'পরিবর্তন যাত্রা'-র তৃতীয় দফা-র সূচনায় উপস্থিত ছিলেন রাজনাথ সিং। জয়সলমেরে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময়, তিনি রাহুল গান্ধীর 'নির্বাচনী ব্যর্থতা'কে কটাক্ষ করে বলেন, চন্দ্রযান সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে কিন্তু "রাহুলযান" উৎক্ষেপণ করা যায়নি। উদয়নিধি স্টালিনের মন্তব্যে মন্ত্রী বলেছেন, 'আমি (রাজস্থানের মুখ্যমন্ত্রী) অশোক গেহলটকে জিজ্ঞাসা করতে চাই কেন তিনি কোন মন্তব্য করেননি, কেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন তাদের সনাতন ধর্ম সম্পর্কে চিন্তাভাবনা নিয়ে মুখ খোলেন না?' ডিএমকে সনাতন ধর্মকে আঘাত করেছে এবং কংগ্রেস নেতারা এবেলায় মুখে কুলুপ এঁটেছেন বলে দাবী বিজেপি নেতার।
তিনি আরও বলেন INDIA জোট সদস্যদের সনাতন ধর্মের অপমানের জন্য ক্ষমা চাওয়া উচিত নয়তো দেশ তাদের রেয়াত করবে না।
সিং বলেছেন,ডিএমকে নেতাকে তার মন্তব্যের জন্য কৈফিয়ত দিতে হবে এবং যোগ করেছেন যে "সনাতন ধর্ম বিশ্বকে একটি পরিবার হিসাবে বিবেচনা করে এবং 'বসুধৈব কুটুম্বকম' (বিশ্ব একটি পরিবার) এর বার্তা দেয়"।
তামিলনাড়ুর যুব কল্যাণ মন্ত্রী উদয়নিধি স্টালিন তাঁর মন্তব্যে বলেন, সনাতন ধর্ম সাম্য ও সামাজিক ন্যায়বিচারের বিরুদ্ধে, এবং এটি নির্মূল করা উচিত। এবং তারই সঙ্গে তিনি ধর্মকে কোরোনা ভাইরাস, ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বরের সাথে তুলনা করেন এবং বলেন , হয় এই সব জিনিসের বিরোধিতা করা উচিত নয় ধ্বংস করা উচিত।
প্রতিরক্ষা মন্ত্রী সিং রাজস্থানে কংগ্রেসকে আক্রমণ করে বলেন, কংগ্রেস 'হিন্দু-মুসলিম' ইস্যু এবং 'অনগ্রসর' ইস্যুকে আহ্বান করে রাজ্যে সমর্থন পাওয়ার চেষ্টা করছে।রাজস্থানের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন গেহলট চালকের আসনে বসে আছেন কিন্তু ক্লাচ এবং এক্সিলারেটর অন্য কেউ ধরে রেখেছে।
রাজস্থানে বিজেপির হাওয়া বদলে ক্ষমতায় আসে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে রাজস্থানের এই হাওয়া বদলে জোর ধাক্কা খেয়েছিল বিজেপি। তবে এবার যে পরিবর্তনের হাওয়া তুলে বিজেপি মাঠে নেমেছে তাতে তাদের পালে হাওয়া আদৌ লাগবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে রাজস্থানে এসে হটাৎ করে দক্ষিণ ভারতের নেতার প্রসঙ্গ তুলে কী কড়া হিন্দুত্বের কার্ডই খেলে গেলেন রাজনাথ? প্রশ্ন ঘুরছে রাজনীতির আনাচে কানাচে। তাহলে কী ভোটের কথা মাথায় রেখে একদিকে যখন কংগ্রেসকে ধর্মের রাজনীতির অভিযোগে দুষছেন রাজনাথ, তখনই নিজেও সনাতন প্রসঙ্গ তুলে সেই ধর্মের পালেই হাওয়া ডানার চেষ্টা করলেন তিনি? প্রশ্ন রাজনৈতিক মহলের।
Comments