এবার মালদহ থেকে যাওয়া যাবে রাজধানী দিল্লিতে। এই পরিষেবা প্রথম মালদা টাউন স্টেশন হয়ে চলবে আগামী ১৬ জানুয়ারি থেকে। সপ্তাহে একদিন মালদহ টাউন স্টেশন হয়ে দিল্লি পৌছবে রাজধানী এক্সপ্রেস। রবিবার থেকেই এই ট্রেনের টিকিট বুকিংও শুরু হয়ে গিয়েছে।
মালদহ থেকে রাজধানী এক্সপ্রেসে দিল্লী পৌঁছতে সময় লাগবে ১৯ ঘন্টা ৪০ মিনিট। রাজধানী এক্সপ্রেসের মালদহের জন্য ৫৪টি কোটা থাকছে।
এর মধ্যে ফাস্ট এসির চারটি, সেকেন্ড এসির ২০টি এবং থার্ড এসির ৩০টি বার্থ থাকবে। এছাড়াও মালদহে আসার আগে অন্য স্টেশন থেকেও মালদহের যাত্রীরা টিকিট কেটে মালদা টাউন স্টেশনে ট্রেনে চড়তে পারবেন।
প্রথম এই ট্রেনের টিকিট কাটেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী।
টিকিট বুকিং শুরু হওয়া উপলক্ষে এদিন মালদা টাউন স্টেশনে রেলের তরফে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
আগরতলা- আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস সপ্তাহে একদিন মালদা হয়ে চলবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। প্রতি সোমবার দুপুরে আগরতলা থেকে ছাড়ে রাজধানী এক্সপ্রেস।
এই ট্রেন প্রতি মঙ্গলবার দুপুর তিনটেই মালদহ টাউন স্টেশনে পৌঁছবে। এরপর তিনটে ১০ মিনিটে মালদহ টাউন স্টেশন থেকে ছেড়ে পরদিন অর্থাৎ বুধবার সকাল ১০ঃ৫০ মিনিটে আনন্দবিহার পৌঁছবে।
আগরতলা থেকে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস ছেড়ে নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, ভাগলপুর, জামালপুর, পাটনা রুটে দিল্লিতে পৌঁছবে।
দীর্ঘদিন ধরে রাজধানী এক্সপ্রেসের দাবি ছিল মালদহের। সেই অর্থে দীর্ঘদিনের স্বপ্নপুরন। শুধু মালদহ নয়, রাজধানী এক্সপ্রেসের এই সুবিধে চালু হওয়াতে দুই দিনাজপুর, মুর্শিদাবাদের মানুষও বিশেষভাবে উপকৃত হবেন।
মালদহের সংসদ, বিধায়করা এই বিষয়ে রেল মন্ত্রকে বারবারই দাবিপত্র পাঠিয়েছিলেন। একই দাবি ছিল জেলা ব্যবসায়ী সমিতিরও। অবশেষে দীর্ঘদিন পর এই ট্রেন মেলায় খুশির হাওয়া মালদহে।
Comentários