দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ শহরতলিতে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার, ৪দিন বৃষ্টির সম্ভবনা রয়েছে। বলছে আবহাওয়া দফতর।
ভাদ্র মাসে কড়া রোদের দেখা মিলছে না। তার বদলে দেখা মিলছে ঘন কালো আকাশের। কখনও মেঘ আবার কখনও রোদ। এই লুকোচুরির মাঝেই হাওয়া অফিসের বড় বার্তা। ৪ দিন টানা বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
এই সেপ্টেম্বর মাসের শুরুর থেকেই, পশ্চিমবঙ্গে বলা যেতে পারে টু -ইন - ওয়ান আবহাওয়া। কিন্তু রোদের প্রকোপ কমা বা দিনের বেলার গুমোট গরমের থেকে আমাদের আর যেন নিষ্কৃতি নেই।পশ্চিমবঙ্গ আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ কলকাতায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। ওড়িশার উপকূল সংলগ্নে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে । উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভবনা রয়েছে।অসময়ে বৃষ্টির পূর্বাভাস। এখন বলতে গেলে সারা বছরেই বৃষ্টি আমরা দেখতে পাই। রাজ্যবাসীদের আর বর্ষাকালের জন্য অপেক্ষা করতে হয়না। সারা বছরই বৃষ্টি পাচ্ছে, কম নয়তো বেশি।
Comentários