২২শে সেপ্টেম্বর থেকে বৃষ্টি শুরু হয়েছে গোটা কলকাতায়, প্রশ্ন পথচারী শহরবাসীর, রাস্তা তুমি কার?
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 23, 2023
- 1 min read

গতকাল ২১শে সেপ্টেম্বর, সকাল থেকে থেকে থেকে অঝোরে বৃষ্টি কলকাতায় আবহাওয়া বয়ে গেছে। মানুষের রাস্তায় চলতে অনেক অসুবিধা হয়েছে পথচারীদের। কিছু রাস্তা ডুবে গেছে শহরে। ত্বুও জীবিকার প্রয়োজনে বৃষ্টি মাথায় নিয়েই রাস্তায় নেমেছে মানুষ। হাজার অসুবিধা সত্ত্বেও তাঁদের পৌঁছাতে হয়েছে নিজেদের গন্তব্যে।
অসুস্থ মানুষের সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স সার্ভিস দেরিতে পৌঁছাচ্ছে রোগীর বাড়িতে, হাসপাতালে। নজর নেই প্রশাসনের। গোটা কলকাতা শহর শুধু নয় গোটা উত্তরবঙ্গ ভিজে। এখন রাস্তায় বেরোলে মানুষকে পড়তে হচ্ছে নানান সমস্যায়। চারপাশে যানজট, ভিড় - সব দেখেও যেন অব্যবস্থার সুরাহা করছে না প্রশাসন।
কলকাতার পশ্চিম দিকে বেহালা চৌরাস্তা সংলগ্ন এলাকায় আজ, ২২শে সেপ্টেম্বর সকাল ৬.৩৫ এক দুর্ঘটনায় মৃত্যু ঘটলো দ্বিতীয় শ্রেনীর এক শিশুর। রাস্তা পারাপার হচ্ছিলো বাবার হাত ধরে রাস্তা পার করছিলো ফুটফুটে শিশু সৌরনীল। ক্রসিংয়ের সময় এক ট্রাক এসে পিষে দেয় শিশুটিকে। শিশুর বাবা ছিটকে বেঁচে গেলেও শিশু সৌরনীল প্রাণ হারায়।
সৌরনীলের বাবার পা বাদ দেওয়ার কথাও জানিয়েছেন ডাক্তার।
শুধু সৌরনীল নয়। আরও এক দুর্ঘটনা ঘটেছে বেহালা চৌরাস্তা এলাকায়। ওষুধ কিনে ফেরার পথে এক মহিলা এই ক্রসিংয়ে সময় রানওভার হয়।
সৌরনীলের মৃত্যুর জন্য দায়ী মেরামত না করা রাস্তার সিগনাল ব্যবস্থা। বেহালা চৌরাস্তার মানুষ ট্রাফিক সিগনাল মেরামতির দাবি জানিয়েছে। তাঁদের বক্তব্য, রাস্তায় ট্রাফিক গার্ড যদি ঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতেন, তাহলে এই দুর্ঘটনাগুলি ঘটতো না।
তাঁরা সবাই জানতে চায়, রাস্তা তুমি কার?
Comments