শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন অব্দি ১৩টি এলিফ্যান্ট কররিডোরের আওতায় বসানো হবে 'ইন্ট্রুশন ডিভাইস সিস্টেম'। যা আইডিএস বলে পরিচিত।
এই ডিভাইসটি অপটিক্যাল ফাইবার ও সফটওয়ার দিয়ে বানানো হয়েছে। ডিভাইসটি রেল লাইনে বন্যপ্রাণীদের গতিবিধির উপর নজর রাখবে। এছাড়াও , কোন নাশকতামূলক কাজকর্ম, ফাটল রয়েছে কিনা, ভূমি ধস ও বন্যার জল ঢুকলেও সে বিশষে আগাম সতর্ক করতে পারে। যে জায়গায় যন্ত্রটি বসানো হবে,তার ৬০ কিলোমিটারের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারবে।
এই জায়গায় প্রচুর হাতির আনাগোনা। রেল লাইন দিয়ে হাতির চলাচল লেগেই থাকে । অনেক সাবধনতা অবলম্বন করেও কমানো যায়নি বিপদ। গত ১০ অগাস্ট চালসা ও নাগরাকাটা স্টেশনের মাঝখানে হাতির বড় রক্তপাত ঘটে। তারপরেই রেল ও রাজ্যের এই বড়ো সিদ্ধান্ত।
Commentaires