top of page

রায়গঞ্জে পরপর চুরির ঘটনা নড়ে চড়ে বসলো প্রশাসন


দীর্ঘ বেশ কয়েক দিন ধরে রায়গঞ্জ শহরে পরপর ঘটে চলে চুরির ঘটনায় এবার নড়েচড়ে বসল রায়গঞ্জ পৌরসভা এবং প্রশাসন।


কোনো রকম দুষ্কৃতি, অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দোষীরা যাতে পালিয়ে না যেতে পারে তার জন্য প্রতিটি জায়গায় চেকিং পয়েন্ট এর উদ্যোগ নিল জেলা প্রশাসন।


এই ঘটনায় রায়গঞ্জ জেলখানা মোড়, কুলিক ব্রিজ, সুভাষগঞ্জ ব্রীজ মোড়, কাঞ্চন পল্লী ব্রিজ এবং নেতাজি মোড়ে চেকিং পয়েন্ট বসানো হয়েছে।


সব এলাকায় সমস্ত সন্দেহভাজন বিষয়বস্তু পরিদর্শন করেছেন পৌরসভা এবং পুলিশ। এই কাজ দ্রুত শুরু হবে বলেই জানানো হয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।


এর ফলে উপকৃত হবে রায়গঞ্জ পৌর নাগরিকরা।

コメント


bottom of page