top of page

ফের শ্যুট আউট বর্ধমানে! যুবককে লক্ষ্য করে গুলি, গ্রেফতার অভিযুক্ত

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


ফের গুলি চলল পূর্ব বর্ধমানে। গুলিবিদ্ধ এক যুবক। আহত যুবকের নাম অভিজিৎ রায়। ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি করে পালায় দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়িক আর্থিক লেনদেন সম্পর্কিত বচসার জেরেই এই গুলি চালনার ঘটনা ঘটেছে।


ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বিকু সেখ-কে জামালপুর এলাকা থেকে গ্রেফতার করেছে খন্ডঘোষ থানার পুলিশ। তাঁকে তল্লাশি করে মিলেছে শ্যুট আউটে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি।


স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবক অভিজিৎ ওরফে দুষ্টু পুরনো গাড়ি কেনাবেচা করতো। গাড়ির টাকা আদায়ের সূত্রেই এদিন তাঁর বাড়ি আসে বিকি। রপর তাঁর সঙ্গে দশ হাজার টাকা লেনদেনের বিষয়ে বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের। তারপরই বাথরুমে যান অভিজিৎ। বাথরুম থেকে বেরোতেই গুলি করেন বিকি। তারপরই বাইক নিয়ে চম্পট দেয়। ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জখম যুবকে উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।


Comments


bottom of page