পুজোয় ভাসছে কোন কোন দিন? কী বলছে আবহাওয়া দফতর? কবে বৃষ্টি বঙ্গে?
- Wrishita Mukherjee, WTN
- Oct 19, 2023
- 1 min read

আজ পঞ্চমী। আকাশ মেঘলা থাকবে শহরের। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেয় বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে নবমী দশমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে। এদিকে কলকাতায় বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত উত্তর পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ু বইবে। উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। কিছু জেলায় মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একেবারেই উল্টো । রবিবার পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া। শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সোমবার ও মঙ্গলবার অর্থাৎ নবমী দশমীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা,হাওড়া এবং হুগলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ পুরো পুজোতে শুস্ক থাকলেও দক্ষিণবঙ্গ অষ্টমী পর্যন্ত শুকনো থাকবে। তারপর, নবমী দশমীতের বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ৩২ থেকে ২৬ ডিগ্রির পাশাপাশি থাকতে পারে।
বুধবার পর্যন্ত কলকাতায় এবং আশেপাশে অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। এ বছর দুর্গাপূজো দেরিতে হাওয়ায় গরমের তীব্রতা অনেকটাই কমে গেছে রাত ও ভোরের দিকে হালকা ঠান্ডার অনুভূতি হচ্ছে।
Comments