top of page

মৃত ছাত্রছাত্রীর দেহ নিয়ে বিক্ষোভ অব্যাহত মণিপুরে, মুখ্যমন্ত্রী দিচ্ছেন শান্তির আশ্বাস


দুই ছাত্র-ছাত্রীর মৃতদেহ উদ্ধারের পরে মণিপুরের ছাত্রসমাজে নতুন করে বিক্ষোভ শুরু হয়ে গেল। অথচ মণিপুরের মুখ্যমন্ত্রী নির্বিকার। তিনি ভবিষ্যৎবাণীও করলেন যে সব শান্ত হয়ে যাবে। গত ৩রা মে থেকে মণিপুরে যে জাতিবিদ্বেষের আগুন লেগেছে, কিশোর-কিশোরীরাও তার আঁচে প্রাণ হারাচ্ছে। সম্প্রতি এমনই দুজন ছাত্র-ছাত্রী মৃতদেহ উদ্ধারের সংবাদে জাতি-নির্বিশেষে মণিপুর বিচলিত। জানা যাচ্ছে, গত ৬ জুলাই থেকে এই দুই কিশোর-কিশোরীদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবার উদ্ধার হল তাঁদের মৃতদেহ।


মুখ্যমন্ত্রীর দাবি, এই কিশোর-কিশোরীদের হত্যকারীর আবছা ছবি দেখবার পরে তিনি নিশ্চিত যে অপরাধীদের শীঘ্রই ধরা হবে। কারণ সিবিআই তদন্ত শুরু করেছে। তবে মৃত কিশোর-কিশোরীদের দেহ নিয়ে যে বিক্ষোভ চলছে, তা থামাতেই মণিপুর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী এখন বেশি তৎপর।


অন্যদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) গতকাল দুজনকে মণিপুর থেকে গ্রেফতার করেছে। এনআইএ-এর দাবি গ্রেফতার হওয়া দুজন মায়নমার এবং বাংলাদেশের উগ্রপন্থী দলের নেতৃস্থানীয় যারা মণিপুরের বর্তমান অশান্ত পরিবেশে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্যে প্রস্তুতি নিচ্ছিল।


গ্রেফতার হওয়া দুই ব্যক্তির মধ্যে আছে সেই মিলুন গাংতে, যার বিরুদ্ধে গত ১৯শে জুলাই একটি স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয়ে ছিল। চুড়াচাঁদপুরে গ্রেফতার গাংতে-কে দিল্লীতে এনে আদালতে তোলা হবে।


তবে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা স্বীকার করে নিয়েছেন যে মণিপুরের বর্তমান সরকার জাতিবিদ্বেষ ও হিংসা থামাতে কোনো পদক্ষেপ নেয়নি বলেই মণিপুরের মানুষ বিক্ষুব্ধ।

বিজেপির মণিপুর রাজ্য সভাপতি সারদা দেবী এবং ছয়জন সদস্যের স্বাক্ষর করা বিবৃতিতে সর্বভারতীয় সভাপতিকে জানিয়েছেন যে জনরোষ এবং প্রতিবাদ ক্রমশ যেদিকে যাচ্ছে, তাতে মণিপুরের মানুষ বিজেপি-র প্রতি আস্থা হারাচ্ছেন।

Comments


bottom of page