top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

স্বাস্থ্য সাথী কার্ড দেখাবার পরেও টাকা চাওয়ার অভিযোগে বিক্ষোভ নার্সিংহোমে


হুগলির আরামবাগে মঙ্গলবার ১৯শে সেপ্টেম্বর দুপুরে বিক্ষোভ শুরু হয় আরামবাগের নার্সিং হোমে। কামারহাটির জসাপুর এলাকার বাসিন্দা শেখ মুক্তার হাজরাকে গতকাল আরামবাগের বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। রোগীর স্বাস্থ্য সাথী কার্ড দেখা সত্ত্বেও নার্সিংহোম কর্তৃপক্ষ টাকার দাবি করে।


আজ রোগীর মৃত্যু হয়। এরপর রোগীর আত্মীয়রা অভিযোগ করে, রোগীর মৃত্যুর পর মৃতের পরিবারের কাছ থেকে চিকিৎসার যাবতীয় খরচের লক্ষাধিক টাকা দাবি করে। এরপর বিক্ষোভের জন্য সামিল হলেন রোগীর পরিজনরা।


রোগীর পরিবারের লোকজন যখন মৃত দেহ আনতে যায় নার্সিংহোমে, স্বাস্থ্য সাথী কার্ডের বিষয়টি নার্সিংহোম কর্তৃপক্ষ অস্বীকার করে। তারপরই পরিবারের কাছে নগদ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। এর জেরেই বিক্ষোভ হয়।


নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় টাকা না দিলে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবেনা। এবং দাবি করেন যে, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে আসা রোগীর চিকিৎসার খরচ যতটা পাওয়া যাবে, তার বাইরে যে টাকা বাকি ছিল সেটাই মৃতের পরিবারের কাছে দাবি করা হয়েছিল।

コメント


bottom of page