top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

টিউশান ফিজ কমানোর দাবি, ছাত্রকে মানসিক নির্যাতনের অভিযোগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে


মানসিক হেনস্থার অভিযোগ উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ও অধ্যাপিকার বিরুদ্ধে। ইংরেজি বিভাগের এক পড়ুয়াকে হেনস্থার অভিযোগের ভিত্তিতে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ। দফায় দফায় অভিযুক্ত শিক্ষক ও ছাত্রটিকে জিজ্ঞেসাবাদ চালায় সেই কমিটি।


বৈঠকে শুরু হয় তুমুল উত্তেজনা। ছাত্রের অভিযোগ, টিউশান ফিজ কমানোর দাবি জানানোর জন্যই, তাঁকে ক্লাস থেকে বের করে দিয়ে মানসিক হেনস্থা করেন শিক্ষকরা। এরপর ছাত্রটি অভিযোগ জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। এরপর অনগ্রসর শ্রেনী কল্যান দফতরের নির্দেশে তদন্ত কমিটি গঠন করে চলছে জিজ্ঞাসাবাদ।


অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অভিযোগ, অ্যান্টি র‍্যাগিং কমিটি থাকলেও এই তদন্ত কমিটিতে অ্যান্টি র‍্যাগিং কমিটিকে রাখা হয়নি। এমনকি, ছাত্রদের প্রতিনিধিদেরও রাখা হয়নি। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের অনুগামীদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন করেছেন, বলেও দাবি ছাত্র মহলের।

Comments


bottom of page