জি-টোয়েন্টিতে পাঠানো রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রের পর এবার দেশের নাম বদলের জল্পনা উস্কে দিল প্রধানমন্ত্রীর সফরসূচি।
এসিয়ান -ইন্ডিয়া সামিট ও ইস্ট এসিয়া সামিটে যোগ দিচ্ছেন নরেন্দ্র মোদি। এবছর দুটি সামিটই হচ্চে ইন্দোনেশিয়ায় । প্রধানমন্ত্রীর সফরসূচির একটি নোট এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। উস্কে দিচ্ছে দেশের নাম বদলের জল্পনা। কারণ তাতে নরেন্দ্র মোদির নামের পাশে লেখা রয়েছে, 'প্রাইম মিনিস্টার অফ ভারত'।
টুইটারে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এই ছবি টুইট করতেই ধেয়ে আসে কটাক্ষের বাণ। কংগ্রেস এবং বিরোধীরা ছবিটি দেখিয়ে বলেন একদিকে যখন এসিয়ান-ইন্ডিয়া সামিট বলা হচ্চে তখনই একই জায়গায় ইংরেজিতে ইন্ডিয়া না লিখে প্রধানমন্ত্রীর পাশে লেখা হচ্চে ভারত !
কংগ্রেস নেতা জয়রাম রমেশের টুইটে ব্যঙ্গ ও কটাক্ষ স্পষ্ট। "দেখুন কতটা বিভ্রান্ত মোদি সরকার।প্রাইম মিনিস্টার অফ ভারত যোগ দিচ্ছেন ২০ তম এসিয়ান- ইন্ডিয়া সামিটে! বিরোধীরা একজোট হয়ে নিজেদের ইন্ডিয়া বলায় এত নাটক"
এরই মধ্যে শোনা যাচ্ছে ৯ ও ১০ই সেপ্টেম্বর জি টোয়েন্টি সামিটে ভারতের সমস্ত আধিকারিকের পরিচয়পত্রে লেখা থাকবে 'ভারত- অফিসিয়াল' ।
এরই মধ্যে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন। সেই অধিবেশনের অ্যাজেন্ডা আলোচনা এখনো খোলসা করে বলেনি মোদি সরকার। তাই বিরোধী শিবিরের অনেকেই প্রশ্ন তুলেছেন এই অধিবেশনেই দেশের নাম বদল করার চেষ্টা করবে না তো কেন্দ্রীয় সরকার ?
সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য এই ইন্ডিয়া বনাম ভারত আসলে বিজেপির নজর ঘোরানোর কৌশল। মূদ্রাস্ফিতি, মণিপুরের সাম্প্রদায়িক দাঙ্গা, দেশের অর্থনীতি, এই সব থেকে নজর ঘোরাতেই এই ইস্যু তুলে জনতার নজর ঘোরানোর চেষ্টা করছে মোদি সরকার।
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই বিষয়ে কটাক্ষ করে বলেছেন বিরোধী জোট যেহেতু নিজেদের ইন্ডিয়া নাম দিয়েছে তাই এই ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক তৈরী করেছে বিজেপি। যদি বিরোধী জোট নিজেদের নাম বদলে ভারত করে দেয় তাহলে কী দেশের নাম ভারত ছেকে বদলে বিজেপি করে দেবে মোদি সরকার ?
রাষ্ট্রপতির জি-টোয়েন্টি আমন্ত্রণপত্রেরের পর মোদির সফর সূচির নোট। দেশের নাম বদলের জল্পনা বাড়ছে। তবে আম জনতার প্রশ্ন, নাম বদলে কী আদৌ দেশের আগুন বাজার ঠান্ডা হবে ? নাকি দেশের নাগরিক পিছু আমদানি বেড়ে যাবে দেশের নাম বদল করলেই ? রাজনৈতীক মহলের একাংশ বলছেন, সবটাই রাজনৈতীক কৌশল, জাতীয়তাবাদকে উস্কে ২৪-এর লোকসভায় বিজেপির ভোট টানার রণনীতি !
Kommentarer