পুজোর মুখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম
- WTN বাংলা নিউজডেস্ক
- Oct 1, 2023
- 1 min read

পুজোর মুখে ২০৯ টাকা বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম আগে ছিল ১৬৩৬ টাকা। মূল্যবৃদ্ধির পর তা হল ১৮৩৯.৫০ টাকা।
দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার মিলবে ১৭৩১.৫০ টাকায়।
মুম্বাইতে ১৬৮৪ টাকা দাম ধার্য হয়েছে।
মাসখানেক আগে ১৫৭ টাকা দাম কমানো হলেও আবার সেই দাম বাড়িয়ে দেওয়া হলো।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম সেপ্টেম্বর মাসে ২০০ টাকা কমানো হয়েছিল ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য।
উৎসবের মুখে দাম কিছুটা কমে গেলে তা আমজনতার পক্ষে কিছুটা স্বস্তি দিলেও সেই দাম বেড়ে যাওয়ায় তাদের আবার দীর্ঘশ্বাস পড়ছে।
পুজোর মুখে এই দাম বৃদ্ধি অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কায় দিন গুনছেন মধ্যবিত্ত পরিবার।
Comentarios