top of page

বাঙালির ফুটবল শিল্পের উন্নয়নের বৈঠক মুখ্যমন্ত্রী - লা লিগার

বৃহস্পতিবার রাতে লা লিগার মহাকর্তা হাভিয়ার তেভেজ়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ইস্ট বেঙ্গল, মোহনবাগানের এবং মহমেডানের ক্লাবের প্রতিনিধিরা।





স্পেন এবং বাংলার ফুটবল খেলা নিয়ে মিল আছে। বাংলায় মানুষরা ছোট বয়েস থেকেই ফুটবল খেলা শুরু করে। সৌরভ গাঙ্গুলি বলেন, মাদ্রিদে তার প্রথম সফর। তার পছন্দের খেলা ফুটবল। ভারতে আইএসএলে মোহনবাগান এটলিক মাদ্রিদের সাথে একসঙ্গে মাঠে নামে। স্পানিশের প্রচুর ফুটবল খেলোয়াড় ভারতে আসে খেলেছে। স্প্যানিশ ফুটবল বাংলায় ছাপ সৃষ্টি করেছে। লা লিগার উপর চলচিত্র তৈরী হয়েছে। তিনি মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানায় এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। স্পেনে ফুটবলকে ধর্ম বলে মনে করে। বিখ্যাত ফুটবলার মেসি , রোনাল্ডো ের শুরু করে স্পেন থেকেই খেলার জীবন।

লা লিগার মহাকর্তা হাভিয়ার তেভেজ় বলেন, প্রথমেই ধন্যবাদ জানায় সকল বাঙালিদের। ভারতবর্ষে লা লিগা বিখ্যাত হয়েছে। বাঙালির মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা দেখা যায়। তাই বাংলায় স্পেনের ফুটবল ক্লাব খোলার চুক্তি হয়ে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙালির কাছে ফুটবল মানে ইমোশন।বাঙালি যেমন মিষ্টি পছন্দ করে তেমন ফুটবল কেও পছন্দ করে। আন্ডার ১৭ ফিফা ওয়ার্ল্ড কাপ, বাংলায় খেলা হয়েছিল। স্পেন বাংলায় ফুটবল ক্লাব শুরু করলে, এইখানে বাচাদের খেলার অনেক সুবিধা পাবে। খুব শীগ্রই, স্প্যানিশ ফুটবল ক্লাব শুরু হতে চলেছে। তা তে রাজ্যের যা সাহায্য লাগবে তা করা হবে। এরপর মেমোরেন্ডাম প্রতীক দাওয়া হল এবং ধন্যবাদ দিয়ে শেষ করে অনুষ্ঠান।

বাংলার ফুটবল শিল্পের উন্নয়নের সার্থক হল। তাতে প্রচুর বাচাদের সুবিধা হবে।

Comments


bottom of page