বিজয় মিছিলকে কেন্দ্র করে সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে সংঘর্ষ তৃণমূলের। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার শোলাগেড়িয়া অঞ্চল এলাকায়।
সূত্রের খবর, ওই অঞ্চলে বুধবার বিকেলে তৃণমূলের কর্মী-সমর্থকরা বিজয় মিছিলে বের করেন। অভিযোগ বিজয় মিছিল শেষ করে তৃণমূল সমর্থকরা বাড়ি ফেরার পথে হঠাৎই সিপিএমের পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু কর্মী। সিপিআই এম সমর্থকরা তাদের ওপর চড়াও হয় এবং তৃণমূল কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এর পাশাপাশি এলাকায় বেশ কিছু ঘর বাড়িয়ে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুই পক্ষের ছয় জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাদেরকে ঘাটাল মহাকুম হাসপাতাল ভর্তি করা হয়েছে।
অন্যদিকে সিপিএমের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে, সিপিএম নেতৃত্বদের পাল্টা দাবি, তৃণমূল কর্মীরাই মিছিল চলাকালীন প্রথমে পাটকেল মারা শুরু করে এবং এলাকায় সন্ত্রাস করার চেষ্টা চালায়।
Komentar