top of page

আজকের তাপমাত্রা কেমন থাকছে, বৃষ্টির কি আশঙ্কা রয়েছে?


শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে থাকছে জমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামীকাল। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর এর পরোক্ষ প্রভাবে বাংলায় বৃষ্টি বাড়বে।


আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা কম। স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আর্দ্রতাজনিত আশঙ্কা আগামীকাল দুপুর বিকেল পর্যন্ত। শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।


তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে এবং জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা প্রকৃতিগত অসুবিধা থাকবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও।


এবার আসি কলকাতায় মানুষ পুজোর কেনাকাটা করতে পারবে, নাকি মেঘলা আকাশ দেখে পিছিয়ে দেবে বেরোবার প্ল্যান। ঠিক, আর্দ্রতা প্রকৃতিগত অসুবিধা বাড়বেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯২ শতাংশ।বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।


দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে আজ ও কাল। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। শনিবার থেকে সোমবার ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে।


কলকাতায় সকালে তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

Comments


bottom of page