উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কয়েক হাজার ইতিমধ্যেই বেশ কয়েক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ড্রেন থেকে উপচে পড়ছে নোংরা জল মশার লার্ভা কিলবিল করছে হুঁশ নেই প্রশাসনের।
সকাল থেকে দেখা যাচ্ছে জেলার বিভিন্ন হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে ডাক্তার দেখানোর জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তার মধ্যেই আজ সকালে দেগঙ্গায় শরিফুল ইসলাম নামে এক যুবকের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
পরিবারের অভিযোগ সমস্ত তথ্য গোপন করছে হাসপাতাল । একদিকে হাসপাতালে হাসপাতালে লম্বা লাইন অন্যদিকে বিভিন্ন এলাকায় দেখা গেছে ড্রেনের থেকে উপচে পড়ছে নোংরা জল। আর সেই ড্রেনের মধ্যেই কিলবিল করছে মশার লার্ভা। হুঁশ নেই প্রশাসনের, হুঁশ নেই পঞ্চায়েত ব্লকের আধিকারিকদের।
উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কয়েক হাজার মৃত্যু ঘটেছে বেশ কয়েকজনের কিন্তু জেলা প্রশাসন কোন তথ্যই দিতে চাইছেন না।
জেলা স্বাস্থ্য আধিকারিকদের বারবার ফোন করলেও তাদের দাবী আমরা কোন তথ্য সংবাদ মাধ্যমকে দিতে বাধ্য নই কেন তথ্য গোপন রাখা হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
Comentarii