top of page

র‍্যাগিং নিয়ে অভিযোগ, কলকাতার পলিটেকনিক কলেজের ছাত্রের বিরুদ্ধে মামলা রজু পুলিশের

Writer's picture: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

এন্টালির সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের এক ছাত্রের পোশাক নিয়ে বেশ কিছু দিন গোলমাল হয়। অভিযোগ করা হয় সেই প্রথম বর্ষের ছাত্রের পোশাক নিয়ে তাকে হেনস্থা করে অভিযুক্ত।


পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার ওই কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছেন। এর ভিত্তিতে পুলিশ আদালতের অনুমতি নিয়ে শুক্রবার ৪ নম্বর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে ভয় দেখানোর ধারাও যুক্ত করা হয়। শনিবার তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সে অস্বীকার করে।


মাসখানেক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুতে বেশ কয়েক জন প্রাক্তন ও বর্তমান ছাত্রের বিরুদ্ধে র‍্যাগিং-এর অভিযোগ ওঠে। ওই ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে।


যাদবপুরের ঘটনার রেশ কাটিয়ে যাওয়ার আগেই ফুলবাগানে গুরুদাস কলেজের এক ছাত্র প্রাক্তন দুই ছাত্রের বিরুদ্ধে র‍্যাগিং-এর অভিযোগ করেন।


চলতি সপ্তাহে আর জি কর মেডিক্যাল কলেজের মানিকতলা হোস্টেলেও র‍্যাগিং-এর অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে।


পুলিশি সূত্রের খবর, এন্টালি থানায় দায়ের হওয়া মামলার পর অধ্যক্ষকে নোটিস পাঠিয়ে তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। অভিযুক্ত ছাত্রকে ডেকেও কথা বলা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Comments


bottom of page