top of page

যাদবপুরে ছাত্রের মৃত্যুর ঘটনায় নতুন আইনে মামলা করা হল ১২ জনের বিরুদ্ধে

Writer's picture: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN


ছাত্রের মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ১২ জনও সেই রাতে হোস্টেলে ছিল। এদের মধ্যে অনেকে পড়াশোনা শেষ করেও হোস্টেলে থেকে গিয়েছিলো।


এই ঘটনায় প্রথম গ্রেফতার হয় প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী। এর পর আরও দুই ছাত্র কে গ্রেফতার করা হয়, দীপশেখোর দত্ত ও মনোতোষ ঘোষ।


এই রহস্য মৃত্যুর ঘটনায় ধৃত ১২ জনের ওপর পকসো ধারা যোগ করলো কলকাতা পুলিশ।


যাদবপুরে প্রথমে খুন এবং পরে রাগিং এর ধারায় মামলা করেছিল পুলিশ। এবার নতুন আইন এ মামলা হলো ১২ জনের ওপর। আদালতের নির্দেশ ১১ সেপ্টেম্বর অবধি ধৃতরা জেল হেফাজত এ থাকবে।


দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার বাসিন্দা অসিত সর্দার, মন্দিরবাজারের সুমন নস্কর এবং পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা সপ্তক কামিল্যা, জম্মুর বাসিন্দা মহম্মদ আরিফ (তৃতীয় বর্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং), পশ্চিম বর্ধমানের বাসিন্দা আসিফ আফজল আনসারি (চতুর্থ বর্ষ, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং), উত্তর ২৪ পরগনার বাসিন্দা অঙ্কন সরকারকে গ্রেফতার করা হয়।


পরে এই ঘটনায় জয়দীপ ঘোষ নামে আরও এক প্রাক্তনীকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পুলিশকে ৯ আগস্ট রাতে হোস্টেলে ঢুকতে বাধা দিয়েছিলেন তিনি।

Comments


bottom of page