top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

বৈঠকে বসবেন প্রিন্স মহম্মদ বিন সালমান ও মোদী, কী চুক্তি সাক্ষর করতে চলেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান?


জি-২০ সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, খুঁটিনাটি খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন মোদী।


সূত্রের খবর, আজ সোমবার কৃষি থেকে শুরু করে শক্তি, প্রতিরক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করতে পারেন দুই রাষ্ট্রনেতা। উল্লেখ্য, সম্মেলন চলাকালীনই ভারত-মধ্য় প্রাচ্য-ইউরোপের মধ্যে রেল-বন্দর করিডর নিয়ে স্বাক্ষরিত হয়েছে MOU।


সেইদিক থেকে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক যথেষ্ট

তাৎপর্যপূর্ণ ।


এবারে দ্বিতীয়বারের জন্য ভারত সফরে এলেন সৌদি আরবের প্রিন্স। উপলক্ষ ছিল জি-২০ শীর্ষ সম্মেলন। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবন সফরের পর হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী ও সৌদির রাজকুমার।


সূত্রের খবর বৈঠকে অর্থনীতি থেকে প্রতিরক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, ইত্যাদি বহু বিষয় পর্যালোচনা করে দেখবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।

Comments


bottom of page