top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

আবাসন প্রকল্পে কেন্দ্রের ৬০ হাজার কোটি টাকা বরাদ্দের ভাবনা, নির্বাচনী প্রচারের নতুন উপাদান?


সুদ বাড়াতে হচ্ছে রিজার্ভ ব্যাংককে মূল্যবৃদ্ধিতে রাশ টানতে গিয়ে। এর জেরে দাম চড়েছে বাড়ি গাড়ি কেনার সুদে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিন ভাষণে শহরাঞ্চলের বাসিন্দাদের জন্য নিজস্ব ঠিকানার স্বপ্নফেরি করেছিলেন।


প্রধানমন্ত্রী জানালেন, খরচের বোঝা কমাতে আবাসনের বিশেষ প্রকল্প আনবে কেন্দ্র। পরে জানান আবাসন মন্ত্রক থেকে সুরাহা দেওয়া হবে গৃহঋণে।


সরকারি সূত্রের খবর, এই প্রকল্পে ৯ লক্ষ টাকা পর্যন্ত সুদে ৩-৬.৫ শতাংশ ভর্তুকি দেওয়া হতে পারে।২০ বছরের জন্য ৫০ লক্ষ টাকার কম ধার যদি ঋণ গ্রাহিতারা নিয়ে থাকে তবে এই ভর্তুকীর সুবিধা পাবেন।


ব্যাঙ্কিং মহল সূত্রের খবর, সরকারের সঙ্গে ব্যাংকগুলির শীঘ্রই বৈঠক হতে পারে। ব্যাংকগুলোকে এখনো কোনো লক্ষ্য মাত্রা দেওয়া হয়নি ঋণ দেওয়ার। তবে তাদের অনেককেই গ্রাহকদের চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে।


স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শহরের ভাড়া বাড়ি, বেআইনি কলোনি বা ঝুপড়িতে বসবাসকারী বাসিন্দাদের নিজের বাড়ির সুযোগ তৈরির জন্য বিশেষ পরিকল্পনা আনার কথা ঘোষণা করেছিলেন। আগষ্টের শেষে কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, ওই প্রকল্পের কাজ চলছে। এই সেপ্টেম্বরেই তা চালু হওয়ার আশা রয়েছে।


প্রধানমন্ত্রীর এই ঘোষণার নেপথ্যে কি আসন্ন সাধারণ নির্বাচনের প্রচার পরিকল্পনায় আবাসন প্রকল্পে বরাদ্দবৃদ্ধিও কি সামিল হয়েছে?

コメント


bottom of page