top of page

ফের পুজোর আগে কুড়মিদের আন্দোলনে কি অচল হবে পুরুলিয়া?

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


আগামী ২০ সেপ্টেম্বর থেকে এসটি- শ্রেণীর তালিকাভুক্ত করবার দাবিতে আবার আন্দোলনের ডাক আদিবাসী কুড়মিদের। পুজোর মুখে কুড়মি আন্দোলনে আবার অচল হতে চলেছে পুরুলিয়া জেলা। এ নিয়ে তৎপর রেল ও জেলা প্রশাসন।


পশ্চিমবঙ্গের আদ্রা ও কুস্তাউর স্টেশনের সঙ্গে ওড়িশার ভঞ্জপুরম ও জামশুলি এবং ঝাড়খণ্ডের নিমডি, মনোহরপুর, মুরি ও গোমো স্টেশনে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু করা হবে। ফলে গত বছরের মতো এ বারও পুজোর বাজার ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীদের একাংশ।


কুড়মি নেতা অজিত মাহাতো-র দাবি, সরকার আলোচনায় বসলেই আন্দোলন থেকে সরে আসবেন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এসটি- শ্রেণীর তালিকাভুক্ত করবার দাবিতে আবার আন্দোলনের ডাক আদিবাসী কুড়মিদের।


ইতিমধ্যে আদ্রা ডি আর এম অজিত মাহাতোকে লিখিতভাবে রেল অবরোধ না করার আবেদন জানিয়েছেন। রেলও জেলা প্রশাসনের এ নিয়ে বৈঠক রয়েছে আজ। তবে কুড়মি নেতা অজিত মাহাতো আন্দোলনের পথেই হাটতে চাইছেন।


উল্লেখ্য, কুড়মি সম্প্রদায়কে এস.টি তালিকাভুক্ত করতে এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে বং সারনা ধর্মের পৃথক কোড চালুর দাবিতে আন্দোলন শুরু করে কুড়মি সংগঠন।


তাঁদের দাবি, জনজাতি স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্য সরকারকে বারবার কেন্দ্রীয় সরকারকে সংশোধিত সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট পাঠাতে অনুরোধ করা হলেও লাভ হয়নি। তাই ফের আন্দোলনে নামছেন ,কুড়মি সম্প্রদায়ের মানুষ ।


কুড়মি সম্প্রদায়কে জনজাতি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা এবং সারনা ধর্মের পৃথক কোড চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কুড়মিদের বিভিন্ন সংগঠন।


আদিবাসী কুড়মি সমাজের দাবি, জনজাতি স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্য সরকারকে বারবার কেন্দ্রীয় সরকারকে সংশোধিত সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট পাঠাতে অনুরোধ করা হলেও লাভ হয়নি। তাই ফের আন্দোলনে নামতে হচ্ছে।

Comments


bottom of page