সাংবাদিক গ্রেপ্তারের পর বিভিন্ন জেলায় চলছে প্রতিবাদের মিছিল। শনিবার থেকে তার নিঃশর্ত মুক্তির দাবিতে সরব নানা সংগঠন।
তফসিলি জাতি এবং জনজাতির উপরে অত্যাচারের প্রতিরোধের আইনে সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। রাজ্য আদিবাসী পরিষদের নেতা জানায়, "যখন আমরা এই আইনের প্রয়োগের দাবি করি, তখন পুলিশ নাকচ করে দেয়। এই পুলিশ নিজের ইচ্ছে মত প্রয়োগ করে।"
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রেস ক্লাবের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতিবাদ পত্র পাঠানো হবে। নদীয়া কল্যাণী প্রেসক্লাবের তরফ থেকে এই গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়ে
মুখ্যমন্ত্রীকে ই-মেল করেন। বহরমপুর প্রেস ক্লাবের তরফ থেকে মিছিল করা হয়। তাদের সঙ্গ দিয়েছে কিছু সমাজকর্মী। উত্তবরঙ্গ বিভিন্ন জেলাতে প্রতিবাদ চলছে।
এছাড়া, ইউটিইউসি সম্পাদক সাংবাদিকের মুক্তির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান। মানবধিকার সংগঠন সিপিডিআরএস- এর দুর্গাপুর শাখা থেকে একই দাবি জানানো হয়।
কবে মিলবে এই সাংবাদিকের মুক্তি? গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভকে গুড়িয়ে ফেলার চেষ্টা করছে কেন ?
Comments