বাঙালি ঘুরতে ভালোবাসে। আর পুজো এলেই বাঙালির এক অংশ শহর ছেড়ে বেরিয়ে পড়ে সুদূরের পিয়াসী হয়ে। কোভিড লকডাউন অতিক্রান্ত হওয়ার পর গত বছরের মতো এই প্রবণতা এই বছরেও লক্ষ্য করা যাচ্ছে।
তবে এবারে অধিকাংশের নজর উত্তরবঙ্গে। পুরীর ট্রেনগুলির ওয়েটিং লিস্ট ক্রমশ লম্বা হচ্ছে।
দেখা যাচ্ছে, পুজোর আগেই বাঙালি বেরিয়ে পড়তে চাইছেন তাঁদের প্রিয় ‘দীপুদা (দীঘা-পুরী-দার্জিলিং)- এর উদ্দেশ্যে। সেপ্টেম্বরের শেষে রয়েছে ঈদ। মাঝখানে শুধু শুক্রবার। দিনটা ম্যানেজ করলেই ২ অক্টোবর অবধি লম্বা ছুটি। সুযোগ ছাড়তে নারাজ ভ্রমণপিপাসু বাঙালি।
আপনি যদি তাঁদের মধ্যে একজন হন, তাহলে একবার ট্রেনের রিজার্ভেশন কাউন্টারে খোঁজ নিন।
দেরি করলে কিন্তু ২৭ বা ২৮ তারিখে দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেস-এর মতো ট্রেনগুলিতে এই মুহূর্তে ৫০০-র মতো ওয়েটিং লিস্ট। সব শ্রেণীর কামরাতেই।
Comments