স্যেন নদীতে ভারতের পতাকা বইলেন সিন্ধু-শরথ, প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষ পর্বেWTN বাংলা নিউজডেস্কJul 27, 20241 min readপ্যারিস অলিম্পিক্সের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে শুক্রবার। এ বারই প্রথম কোনও স্টেডিয়াম নয়, উদ্বোধনী অনুষ্ঠানে দেশগুলি প্রকাশ্যে আসবে নদীতে নৌকা করে। মূল অনুষ্ঠানও হবে নদীর উপরেই।
ন্যাশনাল মেডিক্যালে সকাল থেকেই বিক্ষোব, নতুন অধ্যক্ষ সন্দীপকে ঢুকতে দেবেন না পড়ুয়ারা, ঘরের সামনে চলছে অবস্থান
Comments