কদিন ধরেই উদয়পুর মেতেছে আবার বিয়ের আনন্দে। ২৪শে সেপ্টেম্বর চার হাত এক হল বলিউডের অন্যতম তারকা পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার।
তাঁদের বিয়েতে সকাল থেকেই উপস্থিত ছিল বলিউডের অনেক চেনা মুখ এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান আলোকিত করেছিল 'রাগনিটির ' বিয়ে।
মধু চোপড়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিল 'রাগনিটির ' হলদির কিছু মুহূর্ত। সানিয়া মির্জা ও শেয়ার করেছেন নতুন দম্পতির সাথে ছবি।
তাঁদের সঙ্গীত যার নাম 'লেটস পার্টি লাইক নাইন্টিস'-এ পারফর্ম করেন বিখ্যাত পাঞ্জাবী গায়ক নবরাজ হাঁস। তাছাড়া ও উপস্থিত ছিল সানিয়া মির্জা, কারণ জোহর, মানিষ মালহোত্রা, হরভজন সিং, আর আদিত্য ঠাকরে।
তবে এত আনন্দের মধ্যেও বোনের বিয়েতে থাকতে পারলো না প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ব্যক্তিগত কিছু কাজ থাকার কারণে। তবে তিনি ইনস্টাগ্রামেপোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গেছে রাঘবের সেহরাবন্দি অনুষ্ঠানটি দুপুর ১ টায় তাজ লেক প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি পরিণীতির চূড়া অনুষ্ঠানটি একই সময়ে দ্য লীলা প্যালেসে হয়েছে।
এর পরে,রাঘবের বারাতটি দুপুর ২.৩০ এ বিবাহের স্থানের দিকে যায়। সাথে জয়মালা অনুষ্ঠানটি হয়ে বিকাল ৩.৩০ টায় এবং বিকেল ৪-টের সময় তাঁদের 'ফেরা' সারা হয়েছে । 'বিদাই' অনুষ্টানটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বিয়ের পরে, পরিণীতি এবং রাঘবের গ্র্যান্ড রিসেপশন পার্টি শুরু হবে যা হতে পারে রাত ৮.৩০ টায়। এই অনুষ্ঠানের থিম হবে 'আ নাইট অফ অ্যামোর'।
Comments