top of page

অবশেষে দেখা মিললো পরিনীতি ও রাঘবের বিয়ের মুহূর্তের ছবি


পরিনীতি ও রাঘব ইতিমধ্যেই তাদের দাম্পত্য জীবনের প্রথম ধাপে পা দিয়ে দিয়েছেন। গত ২৪শে সেপ্টেম্বর তাদের চার হাত এক হয়েছে। কিন্তু অনুরাগীরা যার অপেক্ষায় ছিল তা এই যুগল পূরণ করল আজ সকাল বেলায়।


আজ সকালে ইনস্টাগ্রামে তাঁদের জয়েন্ট প্রোফাইলে তাদের বিবাহের বিশেষ কিছু মুহূর্তের ছবি পোস্ট করলেন তাঁরা।


পরিনীতির বিয়ের ডেকোরেশন থেকে শুরু করে তাঁর ওয়েডিং ড্রেস এবং কিছু অন্তরাগ ছবিও দেখা যায়। সঙ্গে ক্যাপশনে কীভাবে তাঁদের প্রথম চ্যাট থেকে দাম্পত্য জীবন শুরু হল তার বিবরণ প্রকাশ করেছেন তাঁরা ।


তাঁদের বিয়ের এই মুহূর্তগুলি দেখতে পেয়ে অনুরাগীরা খুবই খুশি। পরিনীতির ওয়েডিং ড্রেসে তাকে অসম্ভব সুন্দর লাগছিল। তবে কোনো অংশে কম যায় না রাঘবও।


কমেন্টে তাঁদের অভিনন্দন জানিয়েছেন বলিউডের অনেক তারকারাই। তাঁদের মধ্যে আছেন অর্জুন কাপুর, বাদশা ,বরুণ ধাওয়ান , অনুষ্কা শর্মা, মনিশ মালহোত্রা, নেহা ধুপিয়া, গুরু রানধাওয়া এবং আয়ুষ্মান খুরানা।


বিয়েতে প্রিয়াঙ্কার বিশেষ কাজ থাকার জন্য তিনি উপস্থিত ছিল না। তবে থাকতে পারলেও তিনি বলেছেন, সব সময় দম্পতির জন্যে আশীর্বাদ ও শুভেচ্ছা থাকলো তাঁর।

Comments


bottom of page