top of page

ধুপগুড়িতে ৮ বছরের শিশুকে বাড়ির থেকে অপহরণের চেষ্টা

গভীর রাতে ঘরের বেড়া ভেঙে শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা । অপহরণকারী দের সঙ্গে লড়াই করে শিশুকে উদ্ধার করলো মা-বাবা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমাড়ী ২নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়া এলাকায়। ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়।



অভিযোগ মঙ্গলবার রাতে মাটির ঘরের বেড়া ভেঙে আট বছরের শিশুর পা টেনে মশারির ভেতর থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুষ্কৃতী।


টের পেয়ে যায় শিশুর মা দীপালি। টেনে ধরে শিশুর হাত। এরপর লাথি মারে দুষ্কৃতী কে। বাবা বরুণ সরকারও মশারির ভেতর থেকে দুষ্কৃতির মাথা টেনে ধরে। কিন্তু কোনো রকমে সেখান থেকে ছুটে পালিয়ে যায় দুষ্কৃতী।


শিশুর পরিবার জানান, রাত আনুমানিক তিনটা নাগাদ যখন সকলে গভীর নিদ্রায় ঘুমিয়ে ছিল। ঠিক সেই সময় মাটির ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে দুষ্কৃতিরা। তাদের আট বছরের বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।


শিশুটির চিৎকারের আওয়াজ শুনে টের পেয়ে যায় শিশুর মা - বাবা। ধস্তাধস্তি শুরু হয় দুষ্কৃতীর সাথে। দুষ্কৃতীদের আটকে রাখার চেষ্টা করে কিন্তু অন্ধকারে তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।


বরুণ ও দীপালির চিৎকারে আশেপাশের প্রতিবেশীরাও ছুটে আসে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।

Kommentare


bottom of page