চুরি করার অভিযোগে এক নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার করা হল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ মোট ৫ জনকে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৩ নং ডাডরা গ্রাম পঞ্চায়েতের বড়চাহারা এলাকায়।
মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার এক নাবালাক কারোর বাড়িতে চুরি করেছে বলে অভিযোগ ওঠে এলাকায়। তারপরেই তাকে সেলুন দোকানে নিয়ে গিয়ে ন্যাড়া করা হয় বলেও অভিযোগ।তারপর তাকে মারধর করা হয়৷বুধবার সকালে তার বাড়ীর সামনেই মৃতদেহ উদ্ধার করে সবং থানার পুলিশ।
এই ঘটনার পর মৃত নাবালকের পরিবারের পক্ষ থেকে পিঠিয়ে খুন করার অভিযোগ দায়ের করে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ আরো কয়েকজনের বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওই এলাকার তৃনমূল পঞ্চায়েত সদস্য সহ মোট ৫ জনকে গ্রেফতার করে সবং থানার পুলিশ৷
বৃহস্পতিবার দুপুরে তাদেরকে তোলা হয় মেদিনীপুর আদালতে।অপরদিকে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত বলেন, "এই ঘটনা নিন্দনীয়, আইন আইনের পথে চলবে,অভিযোগ প্রমানিক হলে দল ওই পঞ্চায়েত সদস্যর পাশে দাঁড়াবে না।"
Comments