top of page

প্যান -ইন্ডিয়া অনলাইন কেলেঙ্কারিতে অভিনেতা গোবিন্দা কে জিজ্ঞাসাবাদ

ওড়িশা ইকোনমিক অফেন্সেস উইং (ইও ডাবলু ) আগামী মঙ্গলবার অভিনেতা গোবিন্দা কে জিজ্ঞাসাবাদ করবে। ১০০০ কোটি টাকার প্যান -ইন্ডিয়া অনলাইন পঞ্জি কেলেঙ্কারি তদন্তে।



সোলার টেকনো অ্যালায়েন্স (এসটিএ -টোকেন) বেশ কয়েকটি দেশে অনলাইন সহ বিভিন্ন ক্রিপ্টো বিনিয়োগের কেলেঙ্কারির অধীনে একটি অবৈধ সংযোগ পরিচালনা করছিল। অভিযোগ উঠেছে ভুবনেশ্বরের ভদ্রক, কেওনঝার, বালাসোর, ময়ূরভঞ্জ এবং ভুবনেশ্বর থেকে ১০০০০ লোকের কাছ থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করেছে। এছাড়া অন্যান রাজ্য থেকেও এইভাবে টাকা তুলেছে।


গোবিন্দা সন্দেহভাজন বা অভিযুক্ত নন। কিন্তু অভিনেতাকে এসটিএ-এর এক অনুষ্ঠানে এবং কিছু ভিডিওতে দেখা গিয়েছে। এই প্রতিষ্ঠানের সাথে তার কী চুক্তি ছিল। বা তার থেকে আর কোনো তথ্য পাওয়ার আসায়। তাকে জেরা করা হবে। এমনটাই বলেছেন ইও ডাবলু-এর ইন্সপেক্টর , যে এন পঙ্কজ।


ইতিমধ্যেই সংস্থার মালিক গুরতেজ সিং সিধু এবং নিরোদ দাসকে গ্রেপ্তার করেছে। সংস্থার বিনিয়োগ উপদেষ্টা রত্নাকর পালাইকেও গ্রেপ্তার করেছে।

コメント


bottom of page