top of page

বিশ্বকাপের আগে বড়ো ধাক্কা খেলো পাকিস্তান, পেলেন না ভারতে আসার ভিসা, পরিকল্পনায় কাটছাট


ভারতে আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ই অক্টোবর। পরের দিনই প্রথম ম্যাচ, নেদারল্যান্ডস এর বিরুদ্ধে পাকিস্থানের মাঠে নামবার কথা। তার আগে, ২৯শে সেপ্টেম্বর, নিউজিল্যান্ডের সাথে ও ৩রা অক্টোবর, অস্ট্রেলিয়ারবিরুদ্ধে মোট দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতে আসার কথা পাকিস্তান দলের। প্রথম প্রস্তুতি ম্যাচ সংগঠিত হওয়ার কথা হায়দ্রাবাদে।


পরিকল্পনা ছিল প্রথমে তারা দুবাই যাবেন সেখানে দুদিন সময় কাটিয়ে তারপর হায়দ্রাবাদ আসবেন। কিন্তু আপাতত সেই পরিকল্পনা মুলতুবি রাখতে হলো। পরিবর্তে ২৭ শে সেপ্টেম্বর দুবাই, এবং সেখান থেকে হায়দ্রাবাদ আসবেন বলে ঠিক করেছেন। তারা আশাবাদী যে প্রস্তুতি ম্যাচের আগে তারা ভিসা পেয়ে যাবেন।


পাকিস্তান ছাড়া বাকি সব দলই ভিসা পেয়ে গেছে এবং ইতিমধ্যে নিউজিল্যান্ড ভারতে এসে প্রস্তুতি শুরু করে দিয়েছে। পাকিস্থানের সঙ্গে ভিসা-সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য ইতিমধ্যেই কথাবার্তা চলছে।


অপরদিকে বিশ্বকাপের জন্য শুক্রবার পাকিস্তান ১৫ জনের দল ঘোষণা করেছ। দলে ফিরেছেন হাসান আলী। বাদ পড়েছেন নাসিম শাহ। ব্যাটিং এ বাবরের পাশাপাশি রয়েছেন ফকর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, আঘা সালমান, ইফতেখার আহমেদের মত প্লেয়াররা। রয়েছেন দলের একমাত্র উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান।


বল করবেন শাদাব, মহম্মদ নওয়াজ, উসামা মির, হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র।


পাকিস্থানের টি-২০ দলের রিজার্ভ বেঞ্চে রয়েছেন মহম্মদ হ্যারিস, আবরার আহমেদ এবং জমন খান।

Comentarios


bottom of page