বাকি আছে আর একটা দিন। আগামী ২৭ তারিখে ভারতে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু মিটলো না এখনো ভিসার সমস্যা। অসন্তোষ প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বুধবার সকালের লাহোর থেকে দুবাই আসার কথা,সেখান থেকে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে রয়েছে একটি প্রস্তুতি ম্যাচ/ আইসিসি বিশ্বকাপের প্রথম ম্যাচও পাকিস্থান খেলবে সেখানে। অথচ ভিসা এখনও না পাওয়ায় অনিশ্চয়তায় রয়েছেন পাকিস্থান ক্রিকেট দল।
পিসিবি ইতিমধ্যেই আইসিসিকে এই বিষয়টি জানিয়েছেন। সব দেশ ভিসা পেলেও তারা এখনো পর্যন্ত পায়নি, তাই নিয়ে অসন্তোষে রয়েছেন।
ভিসা না পাওয়ায় পাকিস্তানের প্রস্তুতিতে পরিকল্পনার কাটছাঁট হয়েছে। বাতিল করতে হয়েছে দুবাইয়ের বিশেষ প্রস্তুতি ম্যাচ।
আগামী ৫ই অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। কিন্তু ভিসা সমস্যা না মেটায় ভারতে এখনো আসতে পারছেন না তারা।
ভিসা দেরি করে আসায় দুবাইয়ের সময় কাটাতে পারছেন না তারা। লাহোর থেকে সরাসরি দুবাই যাবেন ২৭ তারিখ এবং সেখান থেকেই হায়দ্রাবাদে। অপেক্ষা শুধু এখন ভারতের মাটিতে খেলবার ভিসাগুলির।
Comentarios