top of page

অপেক্ষার অবসান, ভিসা পেল পাকিস্তান ক্রিকেট দল, খেলতে আসছে ভারতে


আগামী ২৭ তারিখে পাকিস্তান ক্রিকেট টিমের ভারতে আসা এবার নিশ্চিত। মিটে গেল ভিসার সমস্যা।


আগামী বুধবার, ২৭শে সেপ্টেম্বর সকালে লাহোর থেকে দুবাই আসছে পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে রয়েছে একটি প্রস্তুতি ম্যাচ।


আইসিসি বিশ্বকাপের প্রথম ম্যাচে হায়দ্রাবাদেই খেলবে পাকিস্তান দল। সব দেশে ভিসা পেলেও ভিসা হচ্ছিলনা ভারত আসার, তবে আসছে এবার পাকিস্তান ক্রিকেট দল।


এতদিন ভিসা না পাবার কারণে পাকিস্তানের প্রস্তুতি পরিকল্পনা বদলানোর যে সম্ভাবনা ছিল, তা আর বদলাতে হলনা। খেলবে পাকিস্তান দল দুবাইয়ের বিশেষ প্রস্তুতি ম্যাচ।


আগামী ৫ ই অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। ভিসা পেয়েই খুশি এখনো পাকিস্তান দল। লাহোর থেকে সরাসরি দুবাই যাবেন ২৭ তারিখ। সেখানে পাকিস্তানের দলটির সময় কাটাবার কথা হচ্ছিল। তা না করে এবার পরিকল্পনা মতো দলটি দুবাই থেকে চলে আসছে হায়দ্রাবাদে।


২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারত সফর করেছিল পাকিস্তান।


২০২৪-এ আবার তারা ভারতের মাটিতে পা দিয়ে খেলবে আইসিসি ওয়ার্ল্ডকাপ ক্রিকেট।

Comentarios


bottom of page