জলপাইগুড়িতে তিস্তা নদী সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত হলুদ সর্তকতা জারি করেছে সেচ দফতর। গতকাল রাতে সিকিম পাহাড় সহ সমতল ভূমিতে ভারী বৃষ্টিপাতের পর।
জলপাইগুড়ির ডোমহানি থেকে কোচবিহারের মেখলিগঞ্জের বাংলাদেশ সীমান্ত পর্যন্ত বিস্তৃত তিস্তা নদীর, এর ফলে খারাপ অবস্থা হয়ে উঠবে তিস্তা নদীতে।
১৭৫৯ দশমিক ১৮ কিউসেক জল ছাড়ায় জলের প্রবাহ বেড়ে যায়। সেচ দফতর জানিয়েছে, তিস্তা নদীর জল ক্রমশ বেড়েই চলেছে।
এছাড়াও এই এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রাতভর বৃষ্টি হওয়ার ফলে জলপাইগুড়ি শহর জলে ডুবে আছে একাধিক এলাকা।
শহরের পাণ্ডাপাড়া, নয়াবস্তি, কদমতলা, তিন নম্বর গুমটি সহ বেশ কিছু এলাকায় জল দাঁড়িয়ে যাওয়ায় জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় ১১২ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছ জলপাইগুড়িতে। এর ফলে বাসিন্দারা জলবন্দী হয়ে রয়েছে, রাস্তায় গিয়ে, দোকান বাজারে তারা নিজেদের ব্যবসা ঠিকমতো করতে পারেনি বলে জানা গেছে।
Komentarze