top of page

কেন স্পেন থেকে ইস্পাত কারখানার ঘোষণা? বিরোধীদের নিশানায় বাংলার মহারাজ


"সৌরভ গাঙ্গুলীর কেন নবান্ন থেকে গোষণা করলেন না ইস্পাত খারখানার কথা?", এটাই এখন বিরোধীদের কটাক্ষবানী! সুদূর মাদ্রিদে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানায় বিনিয়োগের কথা ঘোষণা করেছেন সৌরভ । শালবনির মানুষ খুশি হলেও, এ নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর।


রাজ্যের বিরোধী দলের বক্তব্য, ইস্পাত কারখানার ঘোষণা কেন স্পেন থেকে করা হল? সৌরভ গাঙ্গুলী একজন ক্রিকেটার হয়ে শিল্প কি বুঝবেন? তাহলে কি সৌরভ গাঙ্গুলী এবং মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের টাকায় স্পেন ট্রিপ করতে গেলেন?


আবার এক মহলের দাবি, সৌরভ গাঙ্গুলী জানতেন টাটা চলে গেলে মানুষের ক্ষতি হবে উনি নিজে চিঠি পাঠিয়েছিলেন তারপরও উঠে গিয়েছিল। আজ সিঙ্গুর এলাকায় একটি স্টিল ফ্যাক্টরি হতো কত জনগণ চাকরি পেত। আজ নতুন শিল্প গড়তে চাইছেন আমাদের দাদা সৌরভ গাঙ্গুলী!


তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মাদ্রিদ থেকে এমনই পোস্ট করেছেন তাঁর ফেসবুক পেজে। এক্স হ্যান্ডেলেও ছবি শেয়ার করেছেন। কুণাল লিখেছেন, ‘মাদ্রিদে সৌরভের ঘোষণা: পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ছি। বাংলায় আমি লগ্নি করছি। আপনারাও আসুন। হতাশ হবেন না।’


তাহলে বাইশ গজের মহারাজ কী এবার স্টিল কিং হয়ে উঠতে পারবেন ? সময় দেবে উত্তর ।

Comments


bottom of page