কলেজে গেস্ট লেকচারার নিয়োগের নোটিশ ঘিরে জোর চর্চা দক্ষিণ দিনাজপুরে ।
দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে অতিথি অধ্যাপক বা গেস্ট লেকচারার নিয়োগ করার নোটিস দেয়।
নোটিসে বলা হয়েছে, মোট ৬ জনকে নিয়োগ করা হবে এই পদে। তাঁদের ক্লাস প্রতি ১০০ টাকা ভাতা দেওয়া হবে। এক সপ্তাহে ১৫টির বেশি ক্লাস দেওয়া হবে না কাউকে।
এরপরই শুরু হয় চর্চা বিভিন্ন মহলে। শিক্ষামহলেরই একাংশের বক্তব্য, অতিথি শিক্ষক কলেজে পড়ানোর জন্য ক্লাস পিছু ১০০ টাকা ধার্য ? এখনকার বাজারে একটি গেস্ট লেকচারার এত কম টাকা বেতন, মানা যায় কি ?
বিরোধীদের দলের দাবি, এ সরকার শিক্ষার দাম দিতে পারে না। এই ধরনের ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
রাজ্যে ইতিমধ্যেই শিক্ষামহলে উপাচার্য নিয়োগ নিয়ে চর্চা চলছিল। এখন আবার অতিথি শিক্ষকের বেতন নিয়ে চর্চা শুরু হল।
এ রাজ্যে শিক্ষার অধঃপতন কি এভাবেই চলতে থাকবে?
Comments