অভিনব কায়দায় মোটরসাইকেলের এয়ার ফিল্টারের মধ্যে করেই সোনা পাচারের চেষ্টা। যদিও এই অভিনব কায়েদা ব্যর্থ করল বিএসএফ-এর বাগদার রনঘাট সীমান্তের ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফরা ।
প্রায় ৫০ টি সোনার বিস্কুট ও ১৬ টি সোনার বার সহ আটক এক যুবক। বিএসএফ সূত্রে খবর, ধৃতের নাম ইন্দ্রজিৎ পাল। উদ্ধার হওয়া সোনার ওজন ২২.৮ গ্রাম। এই মুহূর্তে যার বাজার মূল্য আনুমানিক ১৪ কোটি টাকা ।
বিএসএফ জানিয়েছে, গোপন সূত্র থেকে বিএসএফের কাছে খবর আসে একটি লাল রঙের গ্ল্যামার গাড়িতে করে বাংলাদেশ থেকে ভারতের রণঘাট থেকে বানেশ্বরপুরের দিকে সোনা পাচারের চেষ্টা করা হচ্ছে।
খবর পেয়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা লাল রঙের একটি বাইককে রুখে তল্লাশি চালায়। তখনই বাইকের এয়ার ফিল্টারের মধ্যে থেকে ৫০টি সোনার বিস্কুট ও ১৬ টি উদ্ধার হয়।
এই বিষয়ে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি ইন্টেলিজেন্স, অমরিশ কুমার জানিয়েছেন, "রনঘাট বিওপিতে আমাদের সজাগ জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে।
আগেও চোরাকারবারিরা বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করবার চেষ্টা চালিয়েছিল । প্রায় ২৩ কিলো সোনা উদ্ধার হয়েছে যার মূল্য ১৪ কোটি টাকা।"
Comments