নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের নেতা আবু তাহেরকে আজ ১৯শে সেপ্টেম্বর একদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া আদালত।
নন্দীগ্রামের বিজেপি নেতা দেবব্রত মাইতির খুনের মামলায় শনিবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করেছিলেন আবু তাহের। কোর্ট ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলো।
সেই মতো আজ মঙ্গলবার ফের আবু তাহেরকে আদালতে তোলা হয়। এ.ডি.জে কোর্টে কেস রেকর্ড-এর ফাইল না থাকায় ফাস্ট ট্র্যাক কোর্ট-এ তোলা হয় নন্দীগ্রামের এই তৃণমূল নেতাকে।
কোর্টে হাজির ছিল সিবিআই এর আইনজীবী। সিবিআইয়ের পক্ষ থেকে তিনি ৩ দিনের পুলিশ রিমান্ড চান। আগামীকাল ২০ সেপ্টেম্বর এই মামলার তারিখ রয়েছে হলদিয়া কোর্টে। আগামীকাল সিবিআই= এর আইনজীবীও উপস্থিত থাকবেন।
মঙ্গলবার আপাতত ১ দিনের জেল হেফাজতেই থাকছেন আবু তাহের বলেই খবর।
Comments