ছিনতাইয়ের ঘটনায় সহিদ মণ্ডল খুনে গ্রেফতার এক
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 23, 2023
- 1 min read

কামালগাছির বাসিন্দা সহিদ মণ্ডল খুনে ১ মাস ১০ দিনের মাথায় কুলতলি থেকে এক যুবককে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘৃতের নাম অভিজিৎ নস্কর ।
তাকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে। অপর এক দুষ্কৃতি পলাতক। পুলিশ সন্ধান চালিয়েছে।
গত ১৪ই আগস্ট রাতে বাড়ির সামনে খুন হয় পেশার ব্যবসায়ী শহীদ মন্ডল। কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা বাইকে এসে তার ওপর গুলি চালায়।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনায় ছড়িয়ে পড়ে। পরিবার ও প্রতিবেশীরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
এই ঘটনায় বাম নেতা সুজন চক্রবর্তী ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী পরিবারের পাশে দাঁড়ান।
মৃত সহিদের বাবা শাজাহান মন্ডল জানান তিনি সিবিআই তদন্তের দাবী নিয়ে আদালতের কাছে যাবেন।
কিছুদিন আগে নরেন্দ্রপুর এলাকায় ঘটে যাওয়া এক ছিনতাইয়ের ঘটনায় এক জনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই ২ জনের নাম জানা গিয়েছে। অভিজিৎকে কুলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা গেলেও অপরজনের সন্ধান এখনও মেলেনি।
পুলিশ সূত্রে খবর খুনের আসল কারণ এখনো পর্যন্ত না জানা যায়নি । প্রাথমিক সূত্রে অনুমান করা হচ্ছে, তাদেরকে কেউ সুপারি দিয়েছিল সহিদকে খুন করার জন্যে ।
Comentários