top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

দুয়ারে সরকার ক্যাম্পে হয়রানি ৮৪ বছরের বৃদ্ধার, মেলেনি সরকারি প্রকল্পের সুবিধা


দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও মিলছে না সরকারি প্রকল্পের সুবিধা। ক্যাম্পে গিয়ে হয়রানির শিকার ৮৪ বছর বয়সের বৃদ্ধা নবিজান বেওয়া।


বারবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেও মেলেনি ভাতা। ঘুরতে হয়েছে পঞ্চায়েত প্রধানের দুয়ারে দুয়ারে। মহিলা ধূপগুড়ি ব্লকের মাগুরমাড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের বড়জুম্মারপার এলাকার বাসিন্দা।


নবিজান বেওয়া বলেন, "৮০ বছর বয়সে স্বামী মারা গিয়েছে তবুও ভাতা হয়নি। পঞ্চায়েত, প্রধানকেও জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। আজ আবার দুয়ারে সরকার ক্যাম্পে এসেছি কাগজ জমা দিতে। দেখি কি হয়।"


অভিযোগকারীর আত্মীয় মহাবুল আলম বলেন, "আমার ঠাকুরকার ৮৪ বছর বয়স হয়েছে কিন্তু ভাতাও হয়নি। কয়েকবার দুয়ারে সরকার ক্যাম্পে, পঞ্চায়েতের দপ্তরে এমনকি বিডিও এর দপ্তরেও কাগজ জমা করেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি।"


Commentaires


bottom of page